ছিলেন রুপালি পর্দার খলনায়ক। আর বাস্তবে তিনিই হয়ে গেলেন নায়ক। আর শুধু নায়কই নয়, লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সোনু সুদ তো একেবারে মসিহা!সাইকেল চালিয়ে ডিম-পাউরুটি বিক্রি শুরু করে দিলেন! সোশ্যাল মিডিয়ায়
ভাইরাল হয়েছে সোনু সুদের এই ভিডিও। যেখানে দেখা গিয়েছে সাদা টি-শার্ট, নীল জিন্স পরে সাইকেল চালাচ্ছেন সোনু। সাইকেলে রয়েছে ব্যাগ ভর্তি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। রয়েছে ডিম, পাউরুটি, মাখন, বিস্কুট।
পরবর্তীতে জানা যায়, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য কিনতে মানুষকে উৎসাহ দিতেই এমন ভিডিও বানিয়েছেন সোনু। তার বার্তা, ‘সুপার মার্কেট বন্ধ? আমার কাছে সুপার মার্কেট রয়েছে।’ এরপর একে একে ডিম, পাউরুটি, চিপসসহ বিভিন্ন জিনিস বের করে তার দাম বলতে লাগলেন অভিনেতা।
সোনু আরও জানালেন, বাড়ি বাড়ি এগুলো পৌঁছে দেওয়া হবে। তবে ডেলিভারির চার্জ লাগবে। ভিডিওর ক্যাপশনে মজা করে তিনি লিখেছেন, ‘বাড়ি বাড়ি বিনামূল্যে এগুলো পৌঁছে দেওয়া হবে। ১০টা ডিমে পাউরুটি ফ্রি।’