গোপালগঞ্জ- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমা’ধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সে’নাবা’হিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ (ওএসপি, এনডিইউ, পিএসসি)।
শনিবার (২৬ জুন) দুপুরে তিনি বঙ্গবন্ধুর স’মাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও তার পরিবারের শ’হীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় সে’নাবাহি’নীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর ভবনে রাখা মন্তব্য বইতে স্বাক্ষর করেন সে’নাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
শ্রদ্ধা নিবেদনের সময় যশোর সে’নানি’বাসের জিওসি মেজর জেনারেল নুরুল আনোয়ার, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল শাকিল আহমেদ, মিলিটারি সিকিউরিটি মেজর জেনারেল খালেদ আল মামুনসহ অন্যান্য সে’না কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মহান মুক্তিযুদ্ধে জাতির বীর শহী’দদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নতুন সে’নাপ্র’ধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে সে’নাপ্রধা’নকে স্বাগত জানান সে’নাবা’হি’নীর নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর মোহাম্মদ জেনারেল শাহিনুল হক।
এরপর শ’হীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সে’নাপ্র’ধান। এ সময় উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।
এর আগে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে বঙ্গবন্ধু ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।