সিলেটের গোলাপগঞ্জের দুই প্রবাসী সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। হতাহতের খবর জানাজানি হলে প্রবাসীদের দেশের বাড়িতে কান্নার রুল পড়ে যায়।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে জেদ্দায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তাদের সঙ্গে থাকা ইমামুল ইসলাম।
নিহতরা হলেন- উপজেলার শরীফগঞ্জ ইউপির কালিকৃষ্ণপুর গ্রামের আবুবকর মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩০) ও একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হরমুজ আলী (৪৫)।
আহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের তাহের মিয়ার ছেলে জাকির হোসেন (৫০), কালিকৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল আলিম (৪৮), একই গ্রামের ছাদিকুর রহমান (২৩) ও সাইকুল ইসলাম (২৩)।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে সৌদি আরবের জেদ্দায় থেকে কাজ করে ফেরারা পথে পথে ট্যাংকলরির সঙ্গে
মাইক্রোবাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রবাসী আনোয়ার হোসেন ও হরমুজ আলী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হন। তাৎক্ষ ণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।