নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, অনলাইনে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সেবা পেতে দেশের ৭৭ লাখ ৩২ হাজার ৩৬৩ মানুষ নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেছেন। এনআইডি অনলাইন সেবা চালু হওয়ার পর রেজিস্ট্রেশন করেছেন ৭৭ লাখ ৩২ হাজার ৩৬৩ জন।
সামগ্রিক সেবা সহজীকরণ এবং ভোটার তথ্যের নিরাপত্তার স্বার্থে ফেস ডিটেকশনের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন সেবা চালু আছে। সোমবার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর এ
সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, এনআইডি সেবা সুচারুরূপে সম্পাদনে থানা/উপজেলা সহকারী নির্বাচন অফিসার ও একজন ডাটা এন্ট্রি অপারেটরের পদ সৃষ্টি করা হয়েছে। এই দুটি পদে নিয়োগদান প্রক্রিয়া সম্পন্ন হলে এনআইডি সেবা আরও গতিশীল হবে।
এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির গৃহীত ব্যবস্থাগুলোর কথা উল্লেখ করে আনিসুল হক বলেন, এনআইডি সেবা বিকেন্দ্রীকারণ করা হয়েছে। আবেদনের ধরন অনুযায়ী কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেয়া হয়েছে। এনআইডি ডাটাবেইজ আপগ্রেডেশন করায় নিরবচ্ছিন্ন সেবা দেয়া সম্ভব হচ্ছে।
আর্সেনিক স্ক্রিনিং চলছে ৩২০০ ইউনিয়ন পরিষদে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, দেশের আর্সেনিক ঝুঁকিপূর্ণ
৩১টি জেলার ১১৭টি উপজেলার এক হাজার ২৯০টি ইউনিয়নের প্রায় দুই লাখ আর্সেনিকমুক্ত নিরাপদ পানির উৎস স্থাপনের কাজ চলমান রয়েছে। এর মধ্যে এক লাখ ২০ হাজার নলকূপ স্থাপিত হয়েছে।
এছাড়া ৫৪টি জেলার ৩৩৫টি উপজেলার তিন হাজার ২০০ ইউনিয়নে আর্সেনিক স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জাতীয় পার্টির ফখরুল ইমামের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ৩৬টি ওয়ার্ডে প্রায় ২০০টি প্রতিষ্ঠান ভ্যান সার্ভিসের মাধ্যমে গৃহস্থালীর ময়লা-আবর্জনা সংগ্রহ করে আসছে। এক্ষেত্রে সিটি করপোরেশন বাৎসরিক বা মাসিক কোনো বিল আদায় করছে না।
ইপিজেডে কাজ করছে চার লাখের বেশি বাংলাদেশি দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, বাংলাদেশ রফতানি
প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীনে বতর্মানে আটটি ইপিজেড রয়েছে। এসব ইপিজেডে ৪৬০টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনে আছে। এতে চার লাখ ৩১ হাজার ৮৫৮ জন বাংলাদেশি শ্রমিক কাজ করছেন।
তিনি আরও জানান, সরকার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের এক হাজার ৮৩২ দশমিক ২৭ একর জমিতে রংপুর ইপিজেড, যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের অন্তর্গত চেঙ্গুটিয়ায় যশোর
ইডিজেড, পটুয়াখালী সদর উপজেলার পচা কোড়ালিয়া মৌজায় একটি ইপিজেড স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী অর্থবছরে (২০২১-২২) এসব ইপিজেড নির্মাণের কাজ শুরু হবে এবং ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে এর নির্মাণ কাজ শেষ হবে।