যে কারণে ভেঙে পড়েছেন সানি লিওনের স্বামী

আন্তর্জাতিক বিনোদন

গোটা পৃথিবীকে থমকে দিয়েছে করোনা। সাধারণ মানুষ থেকে তারকা- কেউই বাঁচতে পারেননি করোনার হাত থেকে। কাজ বন্ধ থাকা, কাছের মানুষগুলোর সঙ্গে দেখা না হওয়া, ঘরবন্দি জীবনে আর পাঁচটা সাধারণ মানুষের মতো হাঁপিয়ে উঠেছেন তারকারাও। কাছের মানুষদের করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে তারাও ভয় পেয়েছেন! সে প্রসঙ্গেই সম্প্রতি কথা বললেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার।

 

 

 

করোনা মহামারিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ড্যানিয়েল ওয়েবার। বর্তমানে পরিবারের সঙ্গে খুশিতে সময় কাটালেও করোনার প্রকোপ বেশি থাকার সময় দুশ্চিন্তা গ্রাস করেছিল তাকেও। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যানিয়েল জানান, করোনার দ্বিতীয় ঢেউ যখন শুরু হলো, তখন মনে হলো শুধু অর্থ সাহায্য বা মহামারি সময় প্রয়োজনীয় সামগ্রী লোকের হাতে তুলে দিলেই হবে না, আরো কিছু করতে হবে। ফের করোনা থাবা বসানোয় অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাদের পাশে দাঁড়াতে হবে। সবার কাছে আশার আলো পৌঁছে দিতে হবে।

 

 

করোনায় অবসাদ ও দুশ্চিন্তার শিকার হয়েছিলেন ড্যানিয়েলও। সে প্রসঙ্গে তিনি জানান, ‘আমিও তো মানুষ। আমারও তো কষ্ট হয়। কাছের মানুষগুলোর করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে ভয় পেয়েছি। প্রিয় মানুষগুলোর মৃত্যু ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। ১৭ মাস ধরে নিউ ইয়র্কে থাকা আমার পরিবারের কাছে যেতে পারিনি। বাড়িতে তিনটি বাচ্চা, আমাকে আর সানিকে কাজে যেতে হয়েছে। ওদের জন্যও ভয় লাগে। আসলে এই সময়টা সবার কাছেই খুব কঠিন।’

BD News 1971