টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে হাই’ফ্লো অক্সিজেন ন্যাসাল ক্যা’নুলা উপহার দিয়েছেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। রোববার (৪ জুলাই) দুপুরে দুই সংসদ সদস্যের প্রতিনিধিরা হাসপাতাল কর্মকর্তাদের হাতে এ উপহার তুলে দেন।
এর আগে টাঙ্গাইলে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে একটি তহবিল গঠন ও সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের কাছে ২৫ টি হাই’ফ্লো অক্সিজেন ন্যাসাল ক্যা’নুলা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস
দেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম সজিব। তার স্ট্যাটাসটি দুই সংসদ সদস্যের নজরে পড়লে তারা হাসপাতালে তিনটি হা’ইফ্লো অক্সিজেন ন্যাসাল ক্যা’নুলা উপহার দেন।