বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করনাভাইরাস আক্রান্ত সংকটাপন্ন রোগীদের চিকিৎসা সহায়তার জন্য বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে সম্প্রতি দুটি হাই ফ্লো ন্যাজল ক্যানোলা প্রদান করা হয়। বগুড়ার সার্জন ডা. গওসুল আজিম চৌধুরীর হাতে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দুটি।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহসেন ও মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান, বিএসআরএম গ্রুপের জোনাল সেলস হেড (উত্তরবঙ্গ) মো. মোস্তাফিজুর রহমান ও বগুড়ার রিজিওনাল সেলস ইনচার্জ ফেরদৌস মোহাম্মদ সদরুল হক চৌধুরী।