করোনা সংক্রমণে গর্ভবতী গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলে করোনা সংক্রমণে গর্ভবতী গৃহবধূর মৃত্যু

ঢাকা দেশ জুড়ে নারী ও শিশু স্বাস্থ

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে করোনাভাইরাসের সংক্রমণে এক গর্ভবতী গৃহবধূ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (৬ জুলাই) রাত পৌনে এগারটার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
করোনায় মারা যাওয়া ওই গৃহবধূর নাম লিপা আক্তার। তিনি ঘাটাইল পৌরসভার খরাবর এলাকার বাসিন্দা লিয়াকত আলীর একমাত্র মেয়ে এবং একই এলাকার মোঃ লিটনের স্ত্রী। লিপা ৬ মাসের সন্তানসম্ভবা ছিলেন বলে জানা গেছে।

 

জানা যায়, সন্তানসম্ভবা লিপা নানাবিধ শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন। এরমধ্যে তার করোনার নানাবিধ উপসর্গ দেখা দিলে তাঁকে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শনাক্তকরণ পরীক্ষা করা হলে ফলাফল করোনা পজিটিভ আসে। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব

 

 

মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে লিপা স্বামী ও দুই মেয়ে রেখে গিয়েছেন।

 

আজ বুধবার সকালে নামাজে জানাজা শেষে ঘাটাইল পৌরসভার খরাবর এলাকার সামাজিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।