মেসির ফাইনাল নিয়ে শ’ঙ্কা!

খেলাধুলা

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে বাজে ট্যাকেলের শিকার হয়েছেন লিওনেল মেসি। আহত অবস্থায় পুরো ম্যাচ খেললেও ফাইনালে মেসিকে দলে পাওয়া নিয়ে শ’ঙ্কা দেখা দিয়েছে। ফুটবল ভক্তরাও শ’ঙ্কায় আছেন যে পায়ে এত র’ক্ত ঝরছে সে পা নিয়ে ফাইনাল খেলতে পারবেন তো?

 

 

আজ বুধবার সকালে শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। কলম্বিয়ার চাওয়াটা এমন ছিল যে, কোনোভাবেই মেসিকে আক্রমণের সুযোগ দেয়া যাবেনা। তারপরও মেসির দুর্দান্ত পাস থেকে শুরুতে আর্জেন্টিনাকে ব্যবধান গড়ে দেন লাউতারো মার্টিনেজ।

 

 

এরপর মেসিকে আর কোনোভাবেই এগোতে দেয়নি কলম্বিয়া। একের পর এক ফাউল করে তারা। মেসিকে ফাউল করায় পাঁচজনকে হলুদ কার্ডও দেখান ম্যাচ রেফারি। ম্যাচের শেষ সময়টায় তার পায়ের গোড়ালি দিয়ে র’ক্ত ঝরতে দেখা যায়। প্রতিপক্ষে বাজে ট্যাকেলে র’ক্তা’ক্ত পা নিয়ে পুরো সময় খেলেছিলেন মেসি। আহত হলেও মাঠ ছাড়েননি।

 

 

টাইব্রেকারে গোলও করেছেন এই তারকা ফরোয়ার্ড। তবে ম্যাচে পাওয়া আঘাতের মাত্রা কতটুকু তা এখনো জানা যায়নি। ম্যাচ চলাকালে দেখা যায় তার মোজা ভিজে গেছে লাল র’ক্তে। তাই ব্রাজিলের বিপক্ষে ফাইনালে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে শ’ঙ্কা দেখা দিয়েছে।

 

ঘটনাটা ম্যাচের ৫৭ মিনিটে। কলম্বিয়ান লেফট ব্যাক ফ্রাঙ্ক ফাবরার কড়া ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়েন মেসি। প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকা মেসির এই চোট দেখেও ভেনেজুয়েলার রেফারি জেসুস ভালেনজুয়েলা ফাউলের বাঁশি বাজাননি! মেসি যখন মাঠে শুয়ে ছিলেন, শুধু

 

 

কয়েক মিনিটের জন্য খেলা থামিয়েছিলেন তিনি। এরপর আর্জেন্টিনা দলের চিকিৎসক এসে মেসির পায়ে ব্যথানাশক ওষুধ ছিটিয়ে দেন। র’ক্ত বন্ধ করার ব্যবস্থা করেন। কিন্তু তারপরও চুয়ে চুয়ে বেয়ে পড়ে র’ক্তে মোজা লাল হয়ে গিয়েছিল।

 

 

পরে অবশ্য ফাবরা মেসির কাছে এসে ক্ষমা চান। ম্যাচ শেষে মেসির জার্সিটাও নিতে চেয়েছিলেন কলম্বিয়ান ডিফেন্ডার। ১১ জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় মারাকানায় ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।