যে বাংলোয় প'র্ন ছবির শুটিং করতেন শিল্পার স্বামী

যে বাংলোয় প’র্ন ছবির শুটিং করতেন শিল্পার স্বামী

আইন-আদালত আন্তর্জাতিক বিনোদন

যে বাংলোয় প’র্ন ছবির শুটিং করতেন শিল্পার স্বামী প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, ২১ জুলাই ২০২১

 

 

প’র্নো’গ্রাফি তৈরি ও তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার (১৯ জুলাই) রাতেই মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রা। এই মামলায় পুলিশের হাতে ধরা পড়েছে আরও ৯ জন। এবার রাজের আরও কুকীর্তির সন্ধান পেয়েছে পুলিশ। জানা গেছে নিজের ভাড়া নেয়া কোটি টাকার বাংলোয় তিনি প’র্ন ছবির শ্যুটিং করতেন। মিলেছে সেই বাংলার খোঁজ।

 

 

 

মুম্বইয়ের মাড আইল্যান্ডে প’র্ন ছবির শ্যুটিং স্পট সেই বাংলোতে ফেব্রুয়ারি মাসে তল্লাশি চালিয়েছিল পুলিশ। পুলিশের কথায়, সেই বাংলো ভাড়া নেয়া হয় যৌনপেশার উদ্দেশ্যে। প’র্ন ছবি তৈরির অভিযোগে সেখান থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ভারতের জাতীয় সংবাদমাধ্যমের সৌজন্যে সেই বাংলোর কিছু ছবি প্রকাশ্যে এসেছে। বাংলোর পাশে মেকআপ রুমও দেখা গেছে। ওই বাংলোর ভাড়া প্রায় কোটি টাকার কাছাকাছি বলে জানিয়েছে পুলিশ।

 

 

যে বাংলোয় প'র্ন ছবির শুটিং করতেন শিল্পার স্বামী

রাজ কুন্দ্রার হোয়াটসঅ্যাপ চ্যাটের বিষয়ে পুলিশ জানিয়েছে, কোন ভিডিও বে‌শি জনপ্রিয় হয়েছে, কোন ভিডিও কম বার দেখা হয়েছে সেইসব বিষয়ে আলোচনা করা হত। ব্যবসার লাভ ও টাকা-পয়সার হিসাব নিয়েও বিস্তারিত চ্যাট প্রকাশ্যে এসেছে। প’র্ন ছবি তৈরির অভিযোগে গত সোমবার মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হন রাজ কুন্দ্রা। তার বিরুদ্ধে অভিযোগ, প’র্ন বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। প্রশাসন আরও জানিয়েছে, ঘটনার মূল ষড়যন্ত্রকারীও রাজ।