মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশির হাতে আরেক প্রবাসী বাংলাদেশি খু’ন

মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশির হাতে আরেক প্রবাসী বাংলাদেশি খু’ন

আন্তর্জাতিক প্রবাস বাংলাদেশ

মালয়েশিয়ায় কথা কাটাকাটির জেরে এক বাংলাদেশিকে হ;ত্যা;র অ;ভিযো;গে আরেক বাংলাদেশিকে গ্রে;ফতা;র করেছে দেশটির পুলিশ। তারা দুজনই একই কক্ষে থাকতেন এবং একই জায়গায় কাজ করতেন বলে জানা গেছে। তবে পুলিশ মৃত ওই বাংলাদেশি ও গ্রেফতার বাংলাদেশির নাম-ঠিকানা প্রকাশ করেনি।

 

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে ম;র;দে;হ উদ্ধার করে ম;য়না;তদ;ন্তের জন্য তু;য়ান;কু হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বুধবার (২১ জুলাই) সন্ধ্যায় মালয়েশিয়ার সেরেমবান প্রদেশের একটি নির্মাণাধীন ভবন থেকে এক বাংলাদেশির লা;শ উদ্ধার করেছে পুলিশ।

 

জানা গেছে, ওই ব্যক্তির ম;রদে;হ পুলিশকে না জানিয়েই দা;ফন করা হয়েছিল। পরে নিয়োগকর্তা মৃত ব্যক্তিকে দীর্ঘদিন কাজে অনুপস্থিত থাকায় খোঁজ করেন কিন্তু তাকে না পেয়ে তিনি বিষয়টি পুলিশকে জানান।

 

এরপরই অভিযুক্ত ওই ব্যক্তি পালিয়ে গেলে পুলিশের সন্দেহ হয়। তারপর অভিযান চালিয়ে ২৯ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করে মালয়েশিয়ান পুলিশ। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হ;ত্যা;র দায় স্বীকার করেন।

 

সেরেম্বান থানার প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সাইদ ইব্রাহিম বলেছেন, এখানকার তামান মুতিয়ারা গাল্লায় একটি নির্মাণাধীন ভবনে ৩০ বছর বয়সী ওই বাংলাদেশিকে মাথায় কাঠ দিয়ে আ;ঘা;ত করে খু;ন করা হয়। এরপর তাকে সেখানেই দাফন করেন অভিযুক্ত যুবক।

 

তিনি আরও বলেন, অভিযুক্ত পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তিনি তার স্বদেশিকে হ;ত্যা করেছেন। হ;ত্যার পর যেখানে লাশ দাফন করা হয়েছে সে জায়গাটিও তিনি পুলিশকে সনাক্তকরণে সহযোগিতা করেছেন। এ সময় যে কাঠের টুকরা দিয়ে তাকে হ;ত্যা করা হয়েছে সেই কাঠের টু;করা;টিও উদ্ধার করেছে পুলিশ।