ভোটের আগের রাতে সরে দাঁড়ালেন আশফাকুল ইসলাম টিটুও

দেশ জুড়ে রাজনীতি

রাত পোহালেই নির্বাচন। তার আগে আগের রাত মানে মঙ্গলবার সন্ধ্যার পরই ঘটলো আরেক ঘটনা। সর্বশেষ খবর, ঢাকা বিভাগে হবে নামমাত্র নির্বাচন। সেখানে ৪ জন প্রার্থীর ২ জনই একে একে সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে।

 

মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার মনোনীত কাউন্সিলর হিসেবে ঢাকা বিভাগের নির্বাচনে মনোনয়ন তোলা ও জমা দেওয়া খালিদ হোসেন তো আগেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

এবার সদ্য সাবেক হওয়া বিসিবির পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুও প্রতিদ্বন্দ্বিতা না করার কথা জানিয়ে দিয়েছেন। তিনি ঢাকা বিভাগের কাউন্সিলরদের কাছে টেলিফোন করে জানিয়েছেন, ‘আমি ভোটাভুটিতে থাকছি না। আমাকে আর ভোট দেওয়া দরকার নেই।’ ঢাকা বিভাগের একাধিক কাউন্সিলর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

তারপরও নিয়ম মেনেই নির্বাচন হবে ঢাকা বিভাগে। ব্যালট পেপার তৈরি। কারণ খালিদ হোসেন ও সৈয়দ আশফাকুল ইসলাম টিটু দুজনই নির্ধারিত সময়ে মনোনয়ন তুলে তা জমা দিয়ে ৩০ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে প্রত্যাহার করেননি।

তাই পরে নির্বাচন কমিশনে চিঠি দিলেও সেটা কার্যকর হবে না। নিয়ম অনুযায়ীই ভোট হবে। সেই ভোটে তারা অংশ নেবেন না। সেটা ভিন্ন কথা।
তাতে নাইমুর রহমান দুর্জয় আর নারায়ণগঞ্জের তানভির আহমেদ টিটুর বিজয় সুনিশ্চিত।