নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াননি পাকিস্তানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে শপথ পড়াননি দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। তাঁর বদলে নতুন প্রধানমন্ত্রীকে সোমবার শপথ পড়ান পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জরানি।

যদিও নিয়ম অনুযায়ী নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়ানোর কথা প্রেসিডেন্টেরই। তবে সোমবার শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট থেকে এক বার্তায় জানানো হয়, প্রেসিডেন্ট অসুস্থ। স্বাস্থ্য পরীক্ষা করার পর চিকিৎসক তাঁকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
প্রেসিডেন্ট আলভি বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তাই হঠাৎ করে এমন অসুস্থতার কথা বলে শাহবাজকে শপথ না পড়ানোয় কোনো কোনো মহলে প্রশ্ন উঠেছে।

যদিও প্রেসিডেন্ট আরিফ আলভির জন্য শাহবাজের শপথ থেমে থাকেনি। গতকালই দেশটির ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজকে শপথ পড়ান সিনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জরানি। এর মধ্য দিয়ে পাকিস্তানে আবার শরিফ পরিবারের যুগ শুরু হলো। শাহবাজের বড় ভাই নওয়াজ শরিফ পাকিস্তানের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। এবার সেই পদে এলেন শাহবাজ। সূত্র: ডন ও জিও নিউজ।