মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১০

বাংলাদেশ

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নে মসজিদ, ঈদগাহ ও কবরস্থানের কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হাসান সন্টু সরদার, খালেক সরদারের ছেলে ইমন সরদার (১৬), আলাল সরদারের ছেলে রকি ইসলাম (২৫), আবুল হোসেন সরদারের ছেলে রেজাউল করিম রুনু সরদার (৫০), দুলাল সরদারের ছেলে মিঠু সরদার (২৪), আবু সাইদ সরদারের ছেলে শাহাবুল (৩৮) ও কয়েকজন নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মাথায় আঘাতপ্রাপ্ত সন্টু সরদার ও আহতদের স্বজনদের অভিযোগ, স্থানীয় একটি মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরেই মসজিদের ইমাম সানাউল্লাহ নূরী, হাসেম মেম্বার ও ছাইদার সরদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আহতদের বাড়ির সামনে ও বাড়িতে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।

অপরপক্ষের বক্তব্য নিতে চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান জানান, পরিস্থিতি শান্ত করতে এলাকায় পুলিশ মোতায়েন করে জোরালো অভিযান চালানো হচ্ছে। এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।