রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পূর্ব ইউক্রেনের জোলোতো নামক স্থানে অবস্থিত কাউন্টার-ব্যাটারি রাডার স্টেশন ধ্বংস করেছে রুশ বাহিনী। খবর আল জাজিরার।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এ স্টেশনে যুক্তরাষ্ট্রের তৈরি কাউন্টার-ব্যাটারি রাডার ব্যবস্থা ছিল।
তবে রাশিয়ার এমন দাবির কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।
তাছাড়া যুক্তরাষ্ট্রের তৈরি রাডার ব্যবস্থঞা ধ্বংস করে দেওয়ার যে দাবি রাশিয়া করেছে, সে খবরটির সত্যতাও যাচাই করতে পারেনি গণমাধ্যম আল জাজিরা।
এদিকে ইউক্রেনে রাশিয়া প্রথম হামলা করে ২৪ ফেব্রুয়ারি। শুরু থেকে ইউক্রেনে ভারি অস্ত্র পাঠানো থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র, ন্যাটো ও পশ্চিমা দেশগুলো।
কিন্তু পরবর্তীতে রাশিয়ায় ভারি অস্ত্র পাঠানো শুরু করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।
গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন ধরনের অসংখ্য ভারি অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
বিশেষ করে রুশ সেনারা দোনবাসে অভিযান শুরুর পর অস্ত্র পাঠানোর গতি বেড়ে যায়।
যদিও রাশিয়া গত কয়েকদিন ধরে দাবি করে আসছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের পাঠানো অস্ত্র তারা ধ্বংস করে দিচ্ছে।