ব্রাজিলে পুলিশের গুলিতে নিহত ২২

আন্তর্জাতিক

ব্রাজিলের রিও ডি জেনিরোতে একটি সন্ত্রাসী গ্রুপের আস্তানায় অভিযানের সময় দেশটির সেনা পুলিশের গুলিতে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন।

এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। অপরাধী চক্রটির আস্তানায় মঙ্গলবার অভিযান চালাতে গেলে সেনা পুলিশের ওপর গুলি চালালে পাল্টা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

সেনা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্শ্ববর্তী দেশ থেকে মাদক ব্যবসায়ী একটি চক্র রিও ডি জেনিরোতে আস্তানা গেড়েছে বলে গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছিল।

অভিযানের আগে ওই এলাকার স্কুল ও হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়। পরে পাহাড়ের চূড়ায় গাড়া সন্ত্রাসীদের আস্তানায় চারদিক ঘেরাও করে অভিযান চালানো হয়।

উল্লেখ্য, প্রায়ই লাতিন আমেরিকার দেশটিতে মাদককারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে।