tangail news

যাত্রীর চাপে ৫ বগি ক্ষতিগ্রস্ত, ৫ ঘণ্টা আটকা পঞ্চগড় এক্সপ্রেস

Uncategorized

অতিরিক্ত যাত্রীর কারণে পঞ্চগড় এক্সপ্রেসের পাঁচ বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রায় সাড়ে পাঁচঘণ্টা ধরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে রেলস্টেশনে আটকা রয়েছে ট্রেনটি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং মাস্টার রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, শুক্রবার (৮ জুলাই) ভোর সাড়ে ৫টায় ক্ষতিগ্রস্ত বগিগুলো নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে ট্রেনটি আটকে যায়। বেলা ১১টা পর্যন্ত বগিগুলোর মেরামত কাজ চলছিল। ফলে ভোগান্তিতে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা।

বুকিং মাস্টার রেজাউল ইসলাম জানান, অতিরিক্ত যাত্রীর কারণে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের পাঁচটি বগির চাকার ওপরে থাকা স্প্রিং নষ্ট হয়ে গেছে। ভোর সাড়ে ৫টায় ট্রেনে সমস্যা হয়। বেলা ১১টা পর্যন্ত মেরামত করে সেগুলো ঠিক করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাবে।