ডিমের দাম বাড়ানোর উপযুক্ত কারণ দেখাতে না পারায় জরিমানা

দেশ জুড়ে

সিরাজগঞ্জে ডিমের দাম বাড়ানোর উপযুক্ত কারণ দেখাতে না পারায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না টাঙানোয় আরও ৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে জেলা সদর উপজেলার বড় বাজার ও বাজার স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

মাহমুদ হাসান রনি বলেন, ডিমের দাম বাড়ানোর উপযুক্ত কারণ দেখাতে না পারায় সাইদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কাচা বাজারে মূল্য তালিকা ও পণ্য কেনার রশিদ না থাকায় ফারুক স্টোরকে ২ হাজার টাকা, চাচা ভাতিজা সবজি ভান্ডারকে ২ হাজার টাকা, চালের দাম বেশি রাখায় ব্যবসায়ী মনিরুল ইসলামকে ৩ হাজার টাকা, জয় স্টোরকে নোংরা চিপস সংরক্ষণের দায়ে ২ হাজার টাকা ও ডাবল স্টিকার যুক্ত পোশাক বিক্রির দায়ে উৎসব কাপড়ের ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।-