টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে বাকাছাপের আনন্দ মিছিল

জাতীয় বাংলাদেশ বিশেষ প্রতিবেদন

সকল সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা বহাল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে টাঙ্গাইলে আনন্দ মিছিল হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।

ক্যাম্পাস থেকে আনন্দ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে। বাকছাপ  টাঙ্গাইল শাখার কার্যকরী সভাপতি নাহিদ ইসলামের সভাপতিত্বে, বঙ্গবন্ধু প্রকৌশল ইনস্টিটিউট জেলা শাখার সাধারণ সম্পাদক ও আইডিইবির ছাত্র বিষয়ক সম্পাদক, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক প্রকৌশলী জাহিদ রানা প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাকছাপ টাঙ্গাইল শাখার সভাপতি বাস্তব  ঘোষ, সহ-সভাপতি শাহরিয়া আহমেদ, রিফাত হোসেন, সাধারণ সম্পাদক হৃদয় হাসান প্রমুখ। এ সময় সহ-সভাপতি রোমান, ইলিয়াস হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন, শামীম হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন