এবার লবণের দাম যত বাড়ল

অর্থনীতি

বিভিন্ন ব্র্যান্ডের আয়োডিনযুক্ত প্যাকেটজাত লবণের দাম কেজিতে তিন টাকা বেড়েছে। বাজারে এখন এসিআই, ফ্রেশ, তীর, কনফিডেন্সসহ বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত লবণ এ বাড়তি দামে বিক্রি করা হচ্ছে।

চলতি বছর মাঠ পর্যায়ে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদিত হয়েছে। একই সঙ্গে দামও অনেক কম, প্রতি কেজি মাত্র ১১ টাকা।

তাই পাইকারি ও খুচরা বাজারে লবণের দাম বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

ব্যবসায়ীরা বলছেন, গত এক বছরে বাজারে বিভিন্ন পণ্যের দাম ওঠানামা করলেও প্যাকেটজাত লবণের দাম বাড়েনি। এখন বাজারে প্রায় সব নিত্যপণ্যের দাম বাড়ার কারণে গত মাসের শুরুতে প্যাকেটজাত লবণের দাম বেড়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজারের দোকান ঘুরে দেখা গেছে, উল্লিখিত ব্র্যান্ডের প্রতি কেজি প্যাকেটজাত লবণ ৩৮ টাকায় বিক্রি করা হচ্ছে, যা দেড় মাস আগে ছিল ৩৫ টাকা।

রাজধানীর দক্ষিণ কুড়িল এলাকার জোয়ারসাহারা বাজারে বিসমিল্লাহ স্টোরের ব্যবসায়ী হামিদুর রহমান বলেন, এক বছরেরও বেশি সময় পর বাজারে প্যাকেটজাত লবণের দাম বেড়েছে। সব কম্পানি একসঙ্গে কেজিতে তিন টাকা বাড়িয়ে প্যাকেটের গায়ে মূল্য ৩৮ টাকা করেছে।

তিনি আরো বলেন, পাইকারিতে ২৫ কেজির একটি বস্তায় লবণের দাম ৫০ টাকা বেড়েছে। ৭৫০ টাকার বস্তা এখন ৮০০ টাকায় কিনে আনতে হচ্ছে।

মিল মালিকরা বলছেন, মিল পর্যায়ে লবণের দাম বাড়েনি। এখনো ১০ থেকে ১২ টাকা কেজি দরে লবণ বিক্রি করা হচ্ছে।

বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সহসভাপতি আবু হানিফ ভূঁইয়া বলেন, মিল পর্যায়ে বেশ কয়েক বছর ধরেই লবণের দাম স্থিতিশীল। দাম বাড়ানো হয়নি। যেসব কম্পানি প্যাকেটজাত করে লবণ বাজারজাত করছে, তারা হয়তো বর্তমানে অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করছে। ’

দাম বাড়ার কারণ হিসেবে প্যাকেটজাত লবণ প্রস্তুতকারী কম্পানিগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, পণ্য পরিবহন খরচসহ বিভিন্ন কারণে তাদের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, তাই প্যাকেটজাত লবণের দাম সমন্বয় করা হয়েছে।