ওমানে প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ বেড়ে ৩ বছর

ওমানে প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ বেড়ে ৩ বছর

আন্তর্জাতিক

ওমান সরকার প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করার ঘোষণা দিয়েছে। সোমবার (১১ আগস্ট) গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন নিয়ম অনুসারে, প্রবাসীরা নির্ধারিত ফি দিয়ে এক, দুই অথবা তিন বছরের মেয়াদের রেসিডেন্ট কার্ড পেতে পারবেন। একই সাথে ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ফি কাঠামো অনুযায়ী, এক বছরের জন্য কার্ড ফি ৫ রিয়াল, দুই বছরের জন্য ১০ রিয়াল এবং তিন বছরের জন্য ১৫ রিয়াল ধার্য করা হয়েছে। কার্ড হারানো বা নষ্ট হলে পরিবর্তনের জন্য ২০ রিয়াল গুণতে হবে বলে জানিয়েছে ওমানের নিরাপত্তা বিভাগ।

রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আইন মেনে চলার জন্য সকল রেসিডেন্ট এবং আইডি কার্ডধারীদের কার্ড মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নবায়ন করতে হবে। এই সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন ওমানের প্রবাসী বাংলাদেশিরা।

উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসের হিসেব অনুযায়ী, ওমানে প্রায় ১৮ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে ১৪ লাখ কর্মী বেসরকারি খাতে, ৪১ হাজার সরকারি খাতে এবং ৩ লাখ ৪৯ হাজার গৃহকর্মী হিসেবে কর্মরত রয়েছেন।