নবনির্বাচিত পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: নবনির্বাচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শাহবাজ শরিফকে অভিনন্দন জানানোর সময় মোদি বার্তা দিয়েছেন, সন্ত্রাসমুক্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায় ভারত।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সভাপতি এবং সাবেক বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ দেশটির জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়ে ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে অনাস্থা ভোটে হারিয়ে দিতে সামনে থেকে ভূমিকা রেখেছেন।

ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের পতনের পর প্রধানমন্ত্রীর পদ শাহবাজের দখলে যাওয়ার জন্য যেন প্রস্তুত হয়ে ছিল।

অনাস্থা ভোটে ইমরানের বিরুদ্ধে ভোট পড়েছে ১৭৪টি। প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরানকে সরিয়ে দিতে ১৭২টি ভোটের প্রয়োজন ছিল। গতকাল প্রধানমন্ত্রী হওয়ার জন্য শাহবাজ শরিফের পক্ষে ভোট পড়েছে সেই ১৭৪টি।