ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৭২৭ গ্রে'প্তা'র

ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৭২৭ গ্রে’প্তা’র

জাতীয়

রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১,৭২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১,১৭৭ জন। এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশের হাতে আটক হয় একটি বার্মিজ চাকু, একটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি কিরিচ, একটি রামদা ও একটি কার্তুজ।

পুলিশ বলেছে, এই বিশেষ অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন করতে নিয়মিতভাবে চালানো হচ্ছে।