ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইডেন কলেজে ছাত্রদলের হেল্প ডেস্ক উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইডেন কলেজে ছাত্রদলের হেল্প ডেস্ক উদ্যোগ

রাজনীতি

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রদল। শুক্রবার (২২ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক ও নানা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

কেন্দ্র ঘুরে দেখা গেছে, ছাত্রদলের নেতাকর্মীরা ভর্তি পরীক্ষার্থীদের পানি, স্যালাইন, কলম, ফাইলসহ প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছেন। এছাড়াও পরীক্ষার হল দেখিয়ে দেওয়া, তথ্য প্রদান, এমনকি শিক্ষার্থীদের মোবাইল ও ব্যাগ নিরাপদে জমা রাখার ব্যবস্থা করেছে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেহানা আক্তার শিরিন, সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলিসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। তারা শিক্ষার্থীদের জন্য ফুল, চকলেট, খাবার ও প্রয়োজনীয় ওষুধও বিতরণ করেন।

আহ্বায়ক রেহানা আক্তার শিরিন বলেন,

“বাংলাদেশ ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে আছে। বৈরী পরিবেশে ভর্তি পরীক্ষা হলেও শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে কোনো সমস্যায় না পড়েন, সে ব্যবস্থা করেছি। শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ, তাদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।”

সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি বলেন,

“আমরা সাধারণ ছাত্রীদের মন জয় করে ইডেন কলেজে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই।”

অন্য নেতৃবৃন্দ জানান,

“শিক্ষা জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীরাই দেশকে এগিয়ে নেবে, আর ছাত্রদল সবসময় তাদের সহযোগিতা করে যাবে।”

পরীক্ষার্থীরা ছাত্রদলের এই উদ্যোগকে ভিন্নধর্মী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। হাতে ফুল ও প্রয়োজনীয় সামগ্রী পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেন।