গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে অতিরিক্ত ২৩.৬ মিলিয়ন ডলার (প্রায় ২ কোটি ৩৬ লাখ ডলার) অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
রোববার (২৪ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানায়, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে হাজারো মালয়েশিয়ান কুয়ালালামপুরের ঐতিহাসিক মারদেকা স্কয়ারে সমবেত হয়ে গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।
সমাবেশে বক্তব্যকালে আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, গাজায় নিরপরাধ শিশুদের ওপর বর্বরতা চালিয়ে নেতানিয়াহু নিজেকে নিষ্ঠুর ও উন্মাদ হিসেবে প্রমাণ করেছেন।
মালয়েশিয়ার জনগণ সাদা পোশাক ও ঐতিহ্যবাহী কেফিয়াহ স্কার্ফ পরে সমবেত হয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানান। এসময় তারা ‘গাজার পক্ষে’ ও ‘ইসরায়েলবিরোধী’ লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন।
‘মাই মালয়েশিয়া উইথ গাজা’ শিরোনামের এই সমাবেশ ছিল তিনদিনব্যাপী সুমুদ নুসান্তারা কার্নিভাল-এর সমাপনী অনুষ্ঠান। এতে গাজার সংগ্রামকে তুলে ধরতে ‘গাজা টাইম টানেল’ ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতা এবং ফিলিস্তিনিদের জীবনসংগ্রামভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীও আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান ইসরায়েলের ওপর চাপ বজায় রাখতে, যাতে গাজায় চলমান মানবিক বিপর্যয় বন্ধ হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় ৬২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলে তীব্র দুর্ভিক্ষও দেখা দিয়েছে।
