কানাডায় স্কুলের সামনে রাইফেল হাতে যুবককে দেখামাত্র পুলিশের গুলি

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাইমারি স্কুলে বন্দুক হামলায় ২১ জনের প্রানহাণির দুদিন পর কানাডার একটি স্কুলের সামনে রাইফেল হাতে এক যুবককে দেখামাত্র গুলি করেছে পুলিশ।

কানাডার বৃহৎ শহর টরোন্টোতে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। খবর সিবিসি ও আরব নিউজের।

টরোন্টোর পুলিশপ্রধান জেমস র‌্যামার জানান, গুলিবিদ্ধ ২০ বছর বয়সি ওই যুবক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। পুলিশ দেখে বন্দুক তাক করায় তাকে গুলি করতে বাধ্য হয়েছে আইনশৃংখলা বাহিনী।

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন দেশে স্কুলে বন্দুক হামলার ঘটনা বেড়ে যাওয়ায় কানাডায় বিশেষ শতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ।