দেশব্যাপী অভিযানে ১ হাজার ৭১১ জনকে গ্রে'প্তা'র

দেশব্যাপী অভিযানে ১ হাজার ৭১১ জনকে গ্রে’প্তা’র

দেশ জুড়ে

ঢাকা, ২৬ আগস্ট: দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১ হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করেছে। এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টে এক হাজার ১৭০ জন রয়েছেন।

অভিযানে আরও একটি বিদেশি পিস্তল এবং চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযান চলাকালে দেশের বিভিন্ন স্থানে অপরাধীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ধরনের অভিযান দেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে পুলিশ উল্লেখ করেছে।