রমনায় এসি বিস্ফোরণ : আতঙ্কে বৃদ্ধার মৃত্যু

দেশ জুড়ে

রাজধানীর রমনা থানার সেগুনবাগিচায় গণপূর্ত স্টাফ কোয়ার্টারে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে রাহিমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া ধোঁয়ায় তিনজন অসুস্থ হয়েছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভোরের দিকে এই ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়া জয়নব বেগম (৬২), রাফিজা বেগম (৩৯) ও সানজিদা আক্তারকে (১৯) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নিহত রাহিমা বেগমের মেয়ে রাফিজা বেগম ঢাকা পোস্টকে বলেন, আমার মা হার্টের রোগী ছিলেন। মায়ের বাইপাস সার্জারিও হয়েছিল। ভোরে বাসায় এসি বিস্ফোরণ হয়ে ঘরে ধোঁয়া হয়ে যায়, এতে মা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় আমার মেয়ে ও কাজের বুয়াসহ আরো তিনজন অসুস্থ হয়ে পড়েন। পরে মাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, এসি বিস্ফোরণে ধোঁয়ায় অসুস্থ হয়ে সেগুনবাগিচা থেকে আমাদের এখানে তিনজন এসেছেন। এদের মধ্যে দুইজন এখন পর্যন্ত ভালো আছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন বলেন, সেগুনবাগিচা এলাকা থেকে এসি বিস্ফোরণের ঘটনায় অসুস্থ এক বৃদ্ধাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।