নিউইয়র্ক, ২৬ আগস্ট: বাংলাদেশ কনসুলেট জেনারেল, নিউইয়র্কে ২৪ আগস্ট অনুষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে মতবিনিময় সভার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মিশনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীসহ কমিউনিটির প্রায় দেড় শতাধিক অতিথি অংশ নেন। সার্বিক নিরাপত্তার স্বার্থে কনসুলেটের অনুরোধে নিউইয়র্ক সিটি পুলিশ পর্যাপ্ত সংখ্যা পুলিশ সদস্য মোতায়েন করে।
তথ্যবিবরণীতে বলা হয়েছে, বিকেল ৫টা থেকে বাংলাদেশ সরকারবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি কনসুলেটের সামনে অবস্থান নেয়। তারা বিভিন্ন ধরনের স্লোগান প্রদান, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং আমন্ত্রিত অতিথিদের বাধা দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা ডিম নিক্ষেপসহ কনসুলেটের পাশের অফিসের কাঁচের দরজায় আঘাত করে, যার ফলে দরজায় ফাটল দেখা দেয়।
পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড বন্ধ করে এবং কয়েকজনকে আটক করে। পুলিশ ঘটনাস্থল থেকে ভিডিও ও ছবি প্রমাণ সংগ্রহ করেছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
তথ্যবিবরণীতে আরও বলা হয়েছে, প্রধান অতিথি যথাসময়ে নির্বিঘ্নে অনুষ্ঠানস্থলে পৌঁছান। অনুষ্ঠানের মধ্যে প্রাণবন্ত মতবিনিময়, অতিথিদের সঙ্গে কুশল বিনিময় এবং রাতের খাবারের পর প্রধান অতিথি নির্ধারিত গাড়িতে তার গন্তব্যে পৌঁছান।
অনুষ্ঠান শেষ হওয়ার পর কনসুলেট দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় পুলিশ, নিউইয়র্ক সিটি মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে চিঠি প্রেরণ করেছে। মিশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভ্রান্তি ও প্রোপাগান্ডার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
