কা’রামুক্ত হলেন নাসির উদ্দিন

আইন-আদালত জাতীয় বিনোদন বিশেষ প্রতিবেদন

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণিকে ধর্ষ’ণ ও হ’ত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলা এবং মাদকের মামলায় জামিন পেয়ে কারা’মুক্ত হয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার রাত ৮টার দিকে নাসির মুক্তি পান বলে বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছেন তার আইনজীবী আমানুল করিম লিটন।

 

 

পরীমণি ও মাদক মামলায় দুই সপ্তাহ কারাগারে ছিলেন নাসির। তার আইনজীবী আমানুল করিম লিটন বলেন, নাসির বুধবার রাত ৮টার দিকে কারাগার থেকে বের হন। এ সময় তার ভাইসহ আত্মীয়রা কারাফটকে উপস্থিত ছিলেন। বর্তমানে নাসির তার উত্তরার বাসাতেই আছেন।

 

 

গত ১৪ জুন ধর্ষ’ণ-হ’ত্যাচেষ্টার অভি’যোগে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমণি সাভার থানায় মামলা করেন। ওইদিন বিকাল তিনটার দিকে রাজধানীর উত্তরা থেকে নাসির ও

 

অমি এবং তিনজন নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক মামলায় গত ১৫ জুন নাসির ও অমির সাতদিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।