শুক্রবার (৩০ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনাতে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দলের নেতাকর্মীরা হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে নুর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।
শোবিজ অঙ্গন থেকেও নুরের প্রতি সমর্থন দেখা গেছে। জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ একটি পোস্টের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেছেন। পোস্টে প্রিন্স লিখেছেন, “নুর যেন একান্নবর্তী পরিবারের সেই ছোট ছেলেটি যে মাইরও খায়, আদরও পায়, আবার মাংসের বড় টুকরাগুলিও পায়।” এই পোস্টে অনুরাগীরা মন্তব্য করেছেন, কেউ এটিকে ডিপ পলিটিক্স হিসেবে উল্লেখ করেছেন, কেউ আবার দুঃখপ্রকাশ করেছেন।
নুরের শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের নাকের হাড় ভেঙে গেছে, চোখের উপরে আঘাত রয়েছে, এবং মাথায় সামান্য রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসার জন্য উচ্চ পর্যায়ের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ধীরে ধীরে নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।
