হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ

হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ

আইন-আদালত

অনিয়মের অভিযোগে ছুটিতে থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ড. মো. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন।

রবিবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির উদ্দেশে লেখা পদত্যাগপত্র প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

গত ১ জুলাই অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে বিচারপতি আখতারুজ্জামানকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাজির হতে বলা হয়েছিল। সেই ব্যাখ্যা দেওয়ার পরই তিনি পদত্যাগপত্র জমা দেন। ইতোমধ্যে প্রধান বিচারপতি পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন।

এর আগে, গত ২৩ মার্চ বিচারপতি আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিলেন রাষ্ট্রপতি। ২০২৪ সালের ১৬ অক্টোবর দুর্নীতির অভিযোগে তৎকালীন শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত হয়ে মোট ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। একই সঙ্গে তাদের বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের নেতৃত্বে ওই ১২ বিচারপতির বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের মধ্যে বিচারপতি আখতারুজ্জামান প্রথম পদত্যাগ করলেন।