আফগান অধিনায়ক রশিদ খানের বড় ভাইয়ের মৃ'ত্যু

আফগান অধিনায়ক রশিদ খানের বড় ভাইয়ের মৃ’ত্যু

খেলাধুলা

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। এর আগে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলছে আফগানিস্তান। তবে এই সময়ে শোকের খবর পেলেন আফগান অধিনায়ক রশিদ খান—মারা গেছেন তার বড় ভাই হাজি আব্দুল হালিম শিনওয়ারি।

এই দুঃসময়ে শুধু সতীর্থ নন, প্রতিপক্ষ ক্রিকেটাররাও পাশে দাঁড়িয়েছেন রশিদের। সামাজিক যোগাযোগমাধ্যমে আফগান ক্রিকেটার ইব্রাহিম জাদরান লিখেছেন, “রশিদ খানের বড় ভাইয়ের মৃত্যুসংবাদে গভীরভাবে মর্মাহত। পরিবারের কাছে বড় ভাই একজন অভিভাবকের মতো। রশিদ ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।”

সাবেক অধিনায়ক আসগর আফগানও শোক প্রকাশ করে বলেন, “আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং পরিবারের সবাইকে ধৈর্য দান করুন।”

তবুও পরিবারের এই কঠিন সময়ে দল ছাড়েননি রশিদ খান। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে হোটেলে পাক ক্রিকেটাররা রশিদের সঙ্গে দেখা করে তাকে আলিঙ্গন করে সান্ত্বনা দেন।

উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ৭ উইকেটে ১৮২ রান তোলে। জবাবে আফগানিস্তান ১৪৩ রানে অলআউট হয়। সেই ম্যাচে রশিদ খান ১৬ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন।