রমিজ রাজার সাড়ে ৬ হাজার কোটি টাকার টুর্নামেন্টকে আইসিসির না!

খেলাধুলা

চার বিত্তশালী ক্রিকেট বোর্ডকে নিয়ে চারজাতি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছিলেন রমিজ রাজা। ধারণা করা হচ্ছিল বার্ষিক এই টুর্নামেন্ট থেকে পাঁচ বছরে ৭৫ কোটি ডলার বা প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা আয় সম্ভব। শুরুতে এ নিয়ে ইতিবাচক বার্তা মিললেও শেষ পর্যন্ত আইসিসির বোর্ড সভায় পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়েছে এমন প্রস্তাব।

রমিজের এমন প্রস্তাবটি করা হয়েছিল চার নির্দিষ্ট বোর্ডকে নিয়ে- ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। শুরুতে আইসিসির প্রধান নির্বাহীদের সভায় কিছুটা আগ্রহ দেখা গেলেও বোর্ড মেম্বারদের সভায় কোনও পাত্তাই পায়নি এই পরিকল্পনা। এমনকি করা যায়নি কোনও ভোটও।

আইসিসি নম্রভাবে রমিজ রাজাকে বলেছে, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঠাসা সূচিতে কোনও জায়গা অবশিষ্ট নেই। তবে তারা আরও বলেছে এই পরিকল্পনা প্রশংসার দাবিদার কিন্তু বাস্তবসম্মত নয়।

আইসিসির এক বোর্ড মেম্বার ক্রিকবাজকে বলেছেন, ‘এফটিপি পুরোপুরি ঠাসা অবস্থায় আছে। ফলে আইসিসি সেটাকে ভিত্তি করেই বিপণনের কাজটি করবে।’তবে ওই বোর্ড মেম্বার আরও বলেছেন, যেসব দেশকে এ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়নি তারা তাতে সন্তুষ্ট ছিলেন না, ‘যাদের এখানে অন্তর্ভুক্ত করা হয়নি তারা এই পরিকল্পনায় খুশি হতে পারেননি।’

এছাড়া আইসিসির বোর্ড সভায় আরও সিদ্ধান্ত হয়েছে বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে তার পুরো মেয়াদ পূরণ করবেন আগামী নভেম্বর পর্যন্ত। তার পরই পরবর্তী চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া নিয়ে কাজ শুরু হবে।