অপু বিশ্বাস প্রিন্স মামুনের সেলুন কিনে ব্যবসায় মনোযোগী

অপু বিশ্বাস প্রিন্স মামুনের সেলুন কিনে ব্যবসায় মনোযোগী

বিনোদন

চলচ্চিত্রে এখন আর নিয়মিত না হলেও চিত্রনায়িকা অপু বিশ্বাস ব্যবসায় পুরো মনোনিবেশ করছেন। বিভিন্ন শোরুমের উদ্বোধন থেকে নিজের পার্লার পরিচালনা পর্যন্ত, সব মিলিয়ে তিনি এখন একেবারে ব্যবসায়ী মুডে রয়েছেন।

সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুনটি কিনে নিয়েছেন অপু বিশ্বাস—এ খবর কয়েকদিন ধরেই নেটিজেনদের মধ্যে আলোচনার বিষয় হয়ে রয়েছে। শোনা যায়, অপু বিশ্বাস নাকি জোর করে সেলুনটি কিনে নিয়েছিলেন।

সেলুনের প্রাক্তন মালিক প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, “অপু আপুর সঙ্গে এ বিষয়ে কি ডিল হয়েছে, সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।”

পরবর্তীতে অপু বিশ্বাস সাংবাদিকদের জানান, “যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়। সেলুনটি তিনজন মিলে পরিচালনা করব—আমি (অপু বিশ্বাস), মাসুদ খান এবং কাজী মাহফুজ।”

এভাবে, অপু বিশ্বাস চলচ্চিত্রের বাইরে ব্যবসার জগতে সক্রিয় হয়ে উঠেছেন এবং সেলুন পরিচালনায় সরাসরি অংশ নিচ্ছেন।