আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে। রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৬২২ জন নিহত এবং অন্তত ১,৫০০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রাত ১১টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদের ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং মাত্র ৮ কিলোমিটার গভীরে উৎপত্তি ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০।
আফগান তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কুনার প্রদেশের নূর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি এবং চাপা দারা জেলাগুলোতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। বহু প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা যায়নি, ফলে উদ্ধার অভিযান চ্যালেঞ্জের মুখে পড়েছে।
ভারপ্রাপ্ত আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে পোস্ট করে জানান,
“দুঃখজনকভাবে, আজ রাতের ভূমিকম্পে পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রদেশে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধারকাজে নেমেছেন, এছাড়া কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশ থেকেও সহায়তা পাঠানো হচ্ছে।”
ইউএসজিএস আরও জানিয়েছে, মূল ভূমিকম্পের পর অন্তত দুটি আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৫.২ মাত্রার। এতে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ভূমিকম্পের প্রভাব রাজধানী কাবুলে স্পষ্টভাবে অনুভূত হয়, প্রায় ২০০ কিলোমিটার দূরের শহরেও কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়। এমনকি ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্পের কম্পন টের পাওয়া গেছে।
