জাতীয় পার্টির চেয়ারম্যান এবং রংপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও তার স্ত্রী শেরীফা কাদের-কে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ প্রদান করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, জিএম কাদের ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য, দলীয় ফান্ডের টাকা আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন। অভিযোগ রয়েছে, তারা দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে দুর্নীতিগ্রস্ত ও অবৈধ সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন।
আবেদনে বলা হয়েছে, “যদি তারা বিদেশে পালিয়ে যায়, তাহলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে। সুতরাং, অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া একান্ত প্রয়োজন।”
