পশ্চিম তীর দখলে আরব সম্পর্ক হারাবে ইসরায়েল: সৌদি যুবরাজ

পশ্চিম তীর দখলে আরব সম্পর্ক হারাবে ইসরায়েল: সৌদি যুবরাজ

আন্তর্জাতিক

পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে মানচিত্রে যুক্ত করলে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সব সুযোগ হারাবে বলে সতর্ক করেছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

শনিবার (৬ সেপ্টেম্বর) ইসরায়েলি গণমাধ্যম কান নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন সৌদি যুবরাজ।

মূলত পশ্চিম তীর দখলকে কেন্দ্র করে আবুধাবির কঠোর অবস্থানকে সমর্থন জানায় রিয়াদ। ২০২০ সালে পশ্চিম তীর নতুন করে দখলের পরিকল্পনা স্থগিত করার শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ কয়েকটি আরব দেশ।

তবে সম্প্রতি ইসরায়েলি সরকার পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার রূপরেখা চূড়ান্ত করেছে। দেশটির অর্থমন্ত্রী দাবি করেন, গুটিকয়েক এলাকা বাদে পশ্চিম তীরের বেশিরভাগ অঞ্চল ইসরায়েলি সার্বভৌমত্বের অংশ হবে। এতে কার্যত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা চিরতরে নষ্ট হবে।

গত ২৩ জুলাই ইসরায়েলের পার্লামেন্ট নেসেট পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার অনুমোদন দেয়। এ সিদ্ধান্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার জোটের দলগুলো প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করে।

উল্লেখ্য, ১৯৬৭ সালে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। ৯০’র দশকে অসলো চুক্তির আওতায় ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে নিয়ন্ত্রণ হস্তান্তরের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এর ফলে তিনভাগে বিভক্ত অঞ্চলটি এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণেই রয়ে গেছে।