বলিউডের কিংবদন্তি অভিনেতা অনিল কাপুরের ক্যারিয়ারে একটি বিশেষ স্থান দখল করে আছে সিনেমা ‘নায়ক’। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বক্স অফিসে প্রথমে তেমন সাফল্য না পেলেও পরবর্তীতে দর্শকের হৃদয় জয় করতে সক্ষম হয়। ২৪ বছর পার হতে চলেছে এই কাল্ট ক্লাসিকের।
সিনেমার ২৪ বছর পূর্তি উপলক্ষে অনিল কাপুর ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, সিনেমার শিবাজি রাও চরিত্রের জন্য প্রথমে নির্মাতারা শাহরুখ খান ও আমির খানকে প্রস্তাব দিয়েছিলেন। শাহরুখ ও আমির প্রস্তাব প্রত্যাখ্যান করলে তার পরে এই চরিত্রে অনিলকে সুযোগ দেওয়া হয়।
অনিল কাপুর বলেন, “কিছু চরিত্র আপনাকে সংজ্ঞায়িত করে। ‘নায়ক’ আমার জীবনের এমন একটি চরিত্র। আমি কৃতজ্ঞ শংকর স্যারের প্রতি, যিনি আমাকে বিশ্বাস করেছিলেন।”
তিনি আরও স্মরণ করেছেন, একবার শাহরুখ খান প্রকাশ্যে তার অভিনয়ের প্রশংসা করেছিলেন। অনিল বলেন, “সে বলেছিল- ‘এই চরিত্র অনিলের জন্যই তৈরি’। এই ধরনের মুহূর্ত চিরদিনের জন্য মনে থাকে।”
পরিচালক এস. শংকরের সিনেমা ‘নায়ক’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমরিশ পুরী, রানি মুখার্জি, জনি লিভার, পরেশ রাওয়াল, সৌরভ শুক্লা এবং শিবাজি সত্যম। সাধারণ একজন টিভি সাংবাদিক একদিনের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসার গল্পটি দর্শকদের কাছে অনুপ্রেরণাদায়ক ও রোমাঞ্চকর হয়ে উঠেছে।
