ডাকসু নির্বাচনে শিবিরের দীর্ঘমেয়াদী কৌশলই নিশ্চিত করেছে জয়: রাশেদ খান

ডাকসু নির্বাচনে শিবিরের দীর্ঘমেয়াদী কৌশলই নিশ্চিত করেছে জয়: রাশেদ খান

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের জয়কে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মন্তব্য করেছেন যে, শিবিরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কৌশলই তাদের জয় নিশ্চিত করেছে।

রাশেদ খান বলেন, “শিবির দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। এই কৌশলই তাদের ভিপি, জিএস এবং অন্যান্য পদে জয়ের মূল চাবিকাঠি হয়েছে। যদিও কিছু আচরণবিধি লঙ্ঘন হয়েছে, ভোটে কোনো কারচুপি হয়নি।”

তিনি আরও বলেন, “ছাত্রশিবির শুধু নিজেদের সদস্যকে নয়, বরং সাধারণ শিক্ষার্থী, সংখ্যালঘু ও প্রতিবন্ধী শিক্ষার্থীদেরও প্যানেলে অন্তর্ভুক্ত করেছে। এছাড়া, ভিপি ও জিএস প্রার্থীর পাশে একজন নারী প্রার্থী বসিয়ে নারী শিক্ষার্থীদের ধারণাও বদলে দিয়েছে।”

রাশেদ খান উল্লেখ করেন, “ছাত্রদল একমাত্র নিজেদেরকে প্যানেলে অন্তর্ভুক্ত করেছিল। অন্যদিকে, ছাত্রশিবির একটি সম্মিলিত প্যানেল গড়েছে, যা সকলের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে সক্ষম হয়েছে। ফলে তারা নির্বাচনে এগিয়ে গেছে।”