করোনা রো’গীর জন্য ফ্রি অ্যা’ম্বুলেন্স সেবা ‘হ্যালো ছাত্রলীগ’

খুলনা চট্টগ্রাম ঢাকা দেশ জুড়ে বরিশাল ময়মনসিংহ রংপুর রাজনীতি রাজশাহী সিলেট

করোনা সংক্র;মণ রোধে সারাদেশের মতো কক্সবাজারেও চলছে কঠোর বিধিনিষেধ। এ সময়ে করোনায় আক্রান্ত বা যেকোনো মুমূর্ষু রো’গীদের জন্য জরুরি সেবা নিশ্চিতে ফ্রিতে অ্যা’ম্বুলেন্স সেবা সার্ভিস চালু করেছে জেলা ছাত্রলীগ। যার নাম দেয়া হয়েছে ‘হ্যালো ছাত্রলীগ’।

 

 

রোববার (৪ জুলাই) বিকেলে ‘হ্যালো ছাত্রলীগ’ সেবা সার্ভিসের উদ্বোধন করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক মারুফ আদনান।

 

 

এ সময় মারুফ বলেন, ‘জাতির প্রয়োজনে ছাত্রলীগ বরাবরই জনগণের পাশে ছিল, এখনো আছে- ভবিষ্যতেও থাকবে। করোনার এ মহামারিতে গরীব মানুষ যেন অ্যা’ম্বুলেন্স সমস্যায় না পড়েন সে চিন্তা থেকে আমরা ফ্রিতে এ সেবা চালু করেছি। জেলার যেকোনো স্থান থেকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত সেবা পৌঁছে দেয়া হবে।’

 

 

যতদিন কঠোর বিধিনিষেধ থাকবে ততদিন ছাত্রলীগের পক্ষ থেকে এ সেবা চালু থাকবে জানিয়ে মারুফ আরও বলেন, ‘শুধু কোভিড-১৯ রো’গীরা নয়, চাইলে মুমূর্ষু নন-কোভিড রো’গীরাও আমাদের সেবা নিতে পারবেন। এ ক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না। তবে প্রমাণপত্র দিতে হবে।’

 

 

জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসাইন বলেন, ‘চালু করা সেবায় গরীব রো’গীরা অগ্রাধিকার পাবেন। কক্সবাজারে এখনো তেমন একটা সং’ক্র’মণ হয়নি। কিন্তু আমাদের অসাবধানতা অনেক বড় ক্ষতি হতে পারে। ফলে ভোগান্তিতে পড়বে কিন্তু দরিদ্র জনগোষ্ঠী। আমরা জেলা ছাত্রলীগ অতীতের মতোই মানুষের পাশে দাঁড়িয়েছি।’

 

 

সেবা উদ্বোধনকালে জানানো হয়, ‘হ্যালো ছাত্রলীগ’এর সেবা পেতে (০১৮৮৩৩৬৯৭৯৬, ০১৮৫৪৯৩০৬৫৬, ০১৮১৬২৬৬০০৩) এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানাতে হবে।

ছাত্রলীগের এমন উদ্যোগ সাধুবাদযোগ্য উল্লেখ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসীগ্রাম পত্রিকার সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, ‘

 

ইতিহাস সাক্ষী-স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে জাতির সবরকম ক্রান্তিলগ্নে ছাত্রলীগই সর্বপ্রথম এগিয়ে এসেছে। হ্যালো ছাত্রলীগ পরিষেবা তারই ধারাবাহিকতা। কক্সবাজারের সার্বিক কল্যাণে ছাত্রলীগের এ কর্মধারা অব্যাহত থাকুক এ কামনা করছি। ছাত্রলীগের যেকোনো ভালো কাজে রেড ক্রিসেন্ট সোসাইটি পাশে থাকবে।’