যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে হুন্দাইয়ের ব্যাটারি কারখানায় আটক হওয়া দক্ষিণ কোরিয়ান কর্মীদের ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং উদ্বেগ প্রকাশ করেছেন। হুন্দাই ও এলজি এনার্জি সলিউশনের যৌথ কারখানায় অভিযান চলাকালীন ৪৭৫ জনকে আটক করা হয়, যার মধ্যে ৩০০ জনের বেশি ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভিসার নিয়ম লঙ্ঘন করে কাজ করছিলেন।
প্রেসিডেন্ট লি সংবাদ সম্মেলনে জানান, এই ঘটনা দক্ষিণ কোরিয়ান কোম্পানিগুলোর মার্কিন বিনিয়োগকে দ্বিধাগ্রস্ত করেছে। তিনি বলেন, “বিদেশে কারখানা স্থাপন করার সময় সাধারণত কর্মী পাঠানো হয়। যদি তা সম্ভব না হয়, মার্কিন উৎপাদন কেন্দ্র স্থাপন আরও কঠিন হয়ে যাবে।”
মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ আইসের অভিযান এবং কর্মীদের দেশে ফেরানোর বিলম্বে সিউলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। লি আরও বলেন, দক্ষিণ কোরিয়া সরকার ওয়াশিংটনের সঙ্গে নতুন ভিসা ক্যাটাগরি বা বাড়তি কোটার মাধ্যমে বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।
কারখানার কর্মীরা মূলত মেকানিক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে উৎপাদন লাইন বসানোর কাজে যুক্ত ছিলেন। এলজি এনার্জি সলিউশন জানিয়েছে, তাদের অনেক কর্মী ভিসা বা ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে ছিলেন।
কোরিয়ান গণমাধ্যমে বিষয়টি ‘যুক্তরাষ্ট্রে বিনিয়োগে ধাক্কা’ হিসেবে বর্ণনা করেছে। তবে হোয়াইট হাউস আশ্বাস দিয়েছে, আইন মানলে বিদেশি কোম্পানিগুলো দ্রুত ও বৈধভাবে কর্মী আনতে পারবে। প্রেসিডেন্ট ট্রাম্পও সামাজিক মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের প্রতি মার্কিনদের চাকরি প্রদানের আহ্বান জানিয়েছেন।
