নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৫ জন আ'ট'ক

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৫ জন আ’ট’ক

দেশ জুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনা উপজেলার ধীতপুর এলাকায় ঘটে।

দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা গেছে, দাউদকান্দি উপজেলা শাখার ছাত্রলীগ কর্মীরা মহাসড়কে ঝটিকা মিছিল বের করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক লাইভ) ছড়িয়ে পড়ে।

পরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা পুলিশকে অবহিত করেন। এরপর যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফ হোসেনের নেতৃত্বে যুবদল কর্মীরা ধীতপুর এলাকায় মিছিলরত ছাত্রলীগের ৫ জনকে ধরিয়ে পুলিশে সোপর্দ করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী জানান, “মহাসড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালীন ৫ জনকে আটক করা হয়েছে। মামলার স্বার্থে তাদের নাম বলা সম্ভব নয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।”