সাগরে দুই দিন ভাসতে থাকা ১৫ জেলে উদ্ধার

সাগরে দুই দিন ভাসতে থাকা ১৫ জেলে উদ্ধার

দেশ জুড়ে

মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে দুই দিন ধরে ভাসতে থাকা ১৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করে কোস্ট গার্ডের ভাসানচর স্টেশনে নিয়ে আসা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ জানান, গত মঙ্গলবার ভোলার চরফ্যাসন উপজেলার মাইনুদ্দিন ঘাট থেকে মাছ ধরতে ১৫ জন জেলে নিয়ে ট্রলারটি ছাড়ে। ওই দিন হাতিয়ার নতুন চ্যানেল থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রলারটি টানা দুই দিন ভাসতে ভাসতে সন্দ্বীপ চ্যানেল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে চলে আসে। সেখানে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে তারা ফোন করে কোস্ট গার্ড ভাসানচর স্টেশনের সহায়তা চান।

 

 

লেফটেন্যান্ট এম আব্দুর রউফ বলেন, সংবাদ পেয়ে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ১৫ জেলেকে উদ্ধার করে। তাদের ভাসানচর স্টেশনে নিয়ে এসে খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।