ভাইরাল ‘পিছে তো দেখো’ ভিডিওতে থাকা আহমদের ছোট ভাই মারা গে'ছে

ভাইরাল ‘পিছে তো দেখো’ ভিডিওতে থাকা আহমদের ছোট ভাই মা’রা গেছে

আন্তর্জাতিক

পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহ’র ছোট ভাই উমর শাহ আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) মারা গেছেন। পরিবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এই তথ্য নিশ্চিত করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

উমর শাহ ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেলে রমজান স্পেশাল ও গেম শোতে ভাইয়ের সঙ্গে অংশগ্রহণ করে দর্শকদের পরিচিত মুখ। তার কিছু ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। বিশেষ করে তার বড় ভাইয়ের ভিডিও ‘পিছে তো দেখো’ ভাইরাল হয়ে তাদের পরিবারের পরিচিতি বৃদ্ধি করেছিল।

পরিবার ইনস্টাগ্রামে জানিয়েছে, উমরের মৃত্যু তাদের দ্বিতীয় বড় ট্র্যাজেডি, কারণ এর আগে তাদের কন্যা আয়েশারও মৃত্যু হয়েছিল। তারা উমরের জন্য দোয়া চেয়েছে।

সাবেক সংবাদ উপস্থাপক রাবিয়া আনমও তার ইনস্টাগ্রামে উমর শাহ’র মৃত্যুর খবর শেয়ার করে শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্ত এবং সহকর্মীরা শোক ও সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, উমর শাহ গত জুলাই মাসে চোখের অপারেশন করিয়েছিলেন। মৃত্যুর সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি।