জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার হওয়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে অসুস্থতা বিবেচনায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হবে কিনা সে বিষয়ে আদেশ আগামীকাল জানানো হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কামালের আইনজীবী জামিন ও উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন। জানা গেছে, পিজি হাসপাতালে পর্যাপ্ত সিট না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর ভর্তি করার বিষয়ে আপাতত দ্বিধা প্রকাশ করেছে।
একই দিনে, জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আরও দুইজনের বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ কার্যক্রম সম্পন্ন হবে।
সাক্ষ্যগ্রহণ শেষে মামলার ৪৮তম সাক্ষী ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরা করা হবে। একইদিন আবু সাঈদ হত্যা মামলায় সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।