জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিউইয়র্কে আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আখতার হোসেনসহ দলের নেতাদের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের চরম গাফিলতির প্রতিবাদ এবং আওয়ামী লীগের বিচার দাবি নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ নির্দেশনা অনুসারে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়েও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।
প্রসঙ্গত, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে হামলা হয়। এ সময় তাকে ডিম ছুঁড়ে মারা হয় এবং গালিগালাজ করা হয়। হামলাকারীকে পরে জ্যাকসন হাইটস থেকে আটক করা হয়।
বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা নিশ্চিত করেছেন, আক্রমণটি ব্যক্তি আখতার হোসেনের জন্য নয়, বরং তাঁর রাজনৈতিক পরিচয়কে লক্ষ্য করে করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ফুটেজও ছড়িয়ে পড়েছে।
