ইসরায়েলি বাহিনী চারদিক থেকে ঘিরে ফেলেছে গাজা সিটি। শহরের ভেতর ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় ইতোমধ্যেই দখল করেছে তিনটি আইডিএফ ডিভিশন। খবর আল জাজিরার।
গাজায় চলছে ইসরায়েলের সামরিক অভিযান ‘গিডিয়নস চ্যারিয়ট’। শহর দখলের এই নতুন মিশনে সেনাবাহিনীর আরও একটি ডিভিশন মোতায়েন করা হয়েছে, ফলে হামলার পরিধি বেড়েছে। সামরিক অনুমান অনুযায়ী, ৬ লাখের বেশি বাসিন্দা ইতোমধ্যেই গাজা শহর ছেড়ে পালিয়েছেন।
গত একদিনে হামলায় কমপক্ষে ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় হামাস দিশেহারা, বড় কোনো সংঘর্ষে এখন পর্যন্ত তারা জড়ায়নি।
প্রভাবশালী দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে চারটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে; স্বীকৃতি না দেওয়া একমাত্র দেশ এখন যুক্তরাষ্ট্র।