রংপুরে সাংবাদিক লিয়াকত আলী বাদল অ'প'হ'র'ণ মা'ম'লা'য় আরও একজন গ্রে'ফ'তা'র”

রংপুরে সাংবাদিক লিয়াকত আলী বাদল অ’প’হ’র’ণ মা’ম’লা’য় আরও একজন গ্রে’ফ’তা’র”

দেশ জুড়ে রংপুর

সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ ও মারধরের ঘটনায় রংপুরে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম রকিবুল ইসলাম সাগর। এর মধ্য দিয়ে এ মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হলো। অন্যদিকে, ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে রংপুর সিটি করপোরেশনের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশের কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টায় মহানগর এলাকা থেকে সাগরকে গ্রেফতার করা হয়। তিনি নগরীর শালবন মিস্ত্রিপাড়ার মহসিন মিয়ার পুত্র এবং মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।

এর আগে, সোমবার রাতে ৫ নম্বর আসামি রতন মিয়াকে গ্রেফতার করে আদালতে তোলা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেন।

অপরদিকে, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, এ ঘটনার জেরে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, প্রধান প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর কবির শান্ত এবং সহকারী রাজস্ব কর্মকর্তা তম্ময়কে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি করপোরেশনে নিয়ে মারধর ও হেনস্থা করা হয়। এ ঘটনায় তিনি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার প্রতিবাদে বিভাগজুড়ে সাংবাদিকরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন।