রাজধানীতে আওয়ামী লীগ ঝটিকা মিছিল রোধে ৪০ নেতা-কর্মী আ'ট'ক

রাজধানীতে আওয়ামী লীগ ঝটিকা মিছিল রোধে ৪০ নেতা-কর্মী আ’ট’ক

ঢাকা দেশ জুড়ে

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্তত ৪০ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পান্থপথের পানিভবনের সামনে থেকে অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে ২১ জনকে এনসিপির নেতাকর্মীরা ধরেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, যা তখন পর্যন্ত অনুমোদিত ছিল না। খবর পেয়ে দ্রুত পুলিশের অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ এই ধরনের অপ্রকাশিত কার্যক্রমে নিষেধাজ্ঞা ও আইনগত ব্যবস্থা অব্যাহত রাখবে।